১। অনলাইনে চাকুরির আবেদন করা হয় এমন দোকান থাকা আবশ্যক।
২। দোকান নূন্যতম ১০ ঘন্টা খোলা থাকা আবশ্যক।
৩। নিজ এলাকায় প্রচার করার কর্মদক্ষতা থাকতে হবে।
৪। দোকান এর বাহির থেকে দুইটা দোকান এর ছবি তুলে দিতে হবে।
৫। ট্রেডলাইসেন্স থাকা আবশ্যক।
৬। দুইটা ১ ফুট বাই ৩ ফুট এর ব্যানার দেওয়া হবে। ব্যনার দুইটা দোকানে সুন্দর করে লাগাতে হবে যাতে করে সাধারন মানুষের চোখে পড়ে।
৭। ব্যনার পাওয়ার পরে ব্যানার দোকানে লাগিয়ে ছবি তুলে দিতে হবে।